Mona Jinn 2 (2024) | Bangla Movie

Mona Jinn 2 (2024)

মোনা: জ্বীন-২ একটি ২০২৪ সালের বাংলা ভাষার বাংলাদেশী ভৌতিক চলচ্চিত্র, যা জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এবং পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান। চলচ্চিত্রটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। এছাড়াও এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু, এবং শামীমসহ আরও অনেকে। এটি ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত জ্বীন চলচ্চিত্রের সিক্যুয়েল, যা ১১ ই এপ্রিল ২০২৪ সালের মুক্তি পেয়েছে এবং ২৬ শে এপ্রিল পাকিস্তানে মুক্তি পায়।

ছবিটির পাকিস্তানে মুক্তি সম্পর্কে প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘“এম আর নাইন” সিনেমার আমার প্রযোজক পার্টনার যুক্তরাষ্ট্রে থাকেন। তিনিই পাকিস্তানে ছবিটির প্রদর্শনীর বিষয়টি সমন্বয় করেছেন। পরের শুক্রবার থেকে ছবিটি ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হয়েছে।

‘মোনা: জ্বীন-২’র চিত্রনাট্য সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটির কাহিনী গড়ে উঠেছে জামালপুরের একটি বাড়িতে জ্বীনের উৎপাত ঘিরে। বাড়ির মালিক জ্বীনের ভয়ে বাড়ি ছেড়ে সেটি একটি মাদ্রাসার জন্য ভাড়া দেন। কিন্তু মাদ্রাসার ছাত্র ও শিক্ষকেরাও জ্বীনের উৎপাত সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বাড়িটি ছেড়ে দিতে বাধ্য হয়।

Cast (অভিনয়শিল্পী)

  • আরিয়ানা
  • আহমেদ রুবেল
  • সামিনা বাসার
  • দীপা খন্দকার
  • তারিক আনাম খান
  • সাজ্জাদ হোসেন
  • শেহজাদ ওমর
  • সুপ্রভাত

Release Date (মুক্তি)

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) থেকে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি মোনা: জ্বীন-২ চলচ্চিত্রটি অনাপত্তি সনদ লাভ করে। মুভিটি ২০২৪ সালের ১১ ই এপ্রিল, ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রটি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। এরপর, ২৬ শে এপ্রিল এটি পাকিস্তানের ২৪টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা গেছে, পাকিস্তানের মাল্টিপ্লেক্সসহ মোট ২৪টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ৮২টি শো প্রদর্শিত হবে।

নির্মাণ: ২০২১ সালে জাজ মাল্টিমিডিয়া ঘোষণা দেয় ‘মোনা’ নামে একটি হরর ঘরানার ওয়েব ফিল্ম নির্মাণের। এটি পরিচালনা করেন কামরুজ্জামান রোমান। তবে পরবর্তীতে জাজ জানায়, ওটিটিতে নয়, চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। নাম পরিবর্তন করে ‘মোনা: জ্বীন-২’ রাখা হয়, এবং এটি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য বাংলাদেশ সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়।

Download Link (ডাউনলোড লিংক)

download link

Video Quality: HD & SD
File Source: Google Drive
File Size (HD): 1.34 GB
Duration: 2:27:28 hours

Join Facebook GroupJoin Telegram Group